১১ দফা দাবিতে ধর্মঘটে গেছেন নৌ শ্রমিকরা
নিয়োগপত্র ও খাবার ভাতা দেওয়াসহ ১১ দফা দাবিতে ধর্মঘটে গেছেন নৌ শ্রমিকরা। গত রাত ১২টা ১ মিনিটে ধর্মঘট শুরু হয়েছে বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানিয়েছেন।
তবে রাতে সদরঘাট থেকে কিছু লঞ্চ ছেড়ে গেছে। ধর্মঘটে আজ রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের ৪৩টি নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দেশের অন্যান্য নৌ ঘাট থেকেও কোন নৌযান চলাচল করছে না।