দিনাজপুরে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করেছে
দিনাজপুরে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করেছে। প্রতিদিন এক টন করে বরাদ্দ পেঁয়াজ থেকে প্রতিজনকে ৪৫ টাকা কেজিতে ১ কেজি করে পেঁয়াজ দেয়া হবে।
দুপুরে দিনাজপুর ইনষ্টিটিউট চত্বরে টিসিবি’র পেঁয়াজ বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।
৪৫ টাকা কেজি দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শত শত মানুষ সেখানে ভিড় করে। পড়ে পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতারা পেঁয়াজ ক্রয় করে।
ক্রেতারা জানান, বরাদ্দ আরো বেশী হলে মানুষ সুবিধা পেতো। জেলা প্রশাসক জানান-যতদিন পর্যন্ত পেঁয়াজ মজুদ থাকবে ততদিন পর্যন্ত টিসিবি’র পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।